আমাদের কথা খুঁজে নিন

   

তবু পারিনা ... 31/7/06



বিশেষ বিশেষ দিনগুলো মনে রাখতে পারেনা কবির । রিয়ার জন্মদিন , এমনকি নিজেরটাও । আর এদিকে রিয়া মনে রাখে প্রথম দেখা দিবস , প্রথম চিঠি দেওয়া দিবস , প্রথম হাত ধরা দিবস , প্রথম ভালোবাসা বলার দিবস আরো কত কি ? রিয়া প্রায়ই গাল ফুলায় । একদিন তো মহা কেচাল । সাতসকালে রিয়া শাড়ি পড়ে সাজুগুজু করে ফজলে রাবি্ব হলে হাজির ।

কবিরের মনেই নেই আজ রিয়ার জন্মদিন । মহা অন্যায় !! রিয়া কেঁদে কেটে অস্থির । বন্ধুরা শাস্তি নির্ধারন করলো , হলের গেটে সবার সামনে দশবার কান ধরে উঠা বসা করা । বেচারা কবির শেষে কইল " শা---লা বিয়া করুম বিখ্যাত দিনে , কষ্ট কইরা মরে রাখা লাগবো না , পাবলিকেই মনে করাইয়া দিবো । " অনেক ভালোবেসে , অনেক স্বপ্ন নিয়ে মিলেনিয়ামের প্রথম ' ভালোবাসা দিবসে ' ( 14th February 2000 ) ওদের বিয়ে হলো ।

কবিরকে আর কষ্ট করে মনে রাখতে হয়না । সারা দুনিয়ার মানুষ মনে করাইয়া দেয় । মাঝখানে অনেক গুলো বছর ------ সেই ভালোবাসা নেই , ভালোবাসার মানুষ - ঘর - স্বপন কিছু নেই , কিন্তু দিবসটা রয়ে গেছে । এখন রিয়া-ই ভুলতে চায় চারপাশের সব - সব দিবস ,,, কিন্তু দুনিয়ার মানুষ মনে করাইয়া দেয় !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।