04/08/2005
কেউ আজ চলে গেছে পূর্ণিমার রাতে. .
জীবনের সব মায়া সঙ্গে করে দিয়ে
কেউ আর হাটবেনা সন্ধ্যার আধারে
গুণ গুন গান গাইবেনা
কেউ আর করবেনা স্নান
আমার দিঘীর মধুর জলে. .
কেউ আজ চলে গেছে পূর্ণিমার রাতে
জ্যোৎস্না হয়ে অন্য এক আকাশের বুকে
আমি সব দেখি চেয়ে চেয়ে
আমার আছে নিদারুন নির্জনতা
কঙ্কালের মত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।