জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
প্রিয় পাঠক, দেখুন এই লিংকটি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ধৎঁঢ়নষড়ম/ঢ়ড়ংঃ/14988]লেবানন? মাই...[/লিংক]
আহত হলাম, তার চেয়েও বেশী আশ্চর্য হলাম, ব্লগে সবাই আসে যে যার মত করে, লিখে বা পড়ে আনন্দ উপভোগ বা নিজের মতামতের আদান-প্রদান করেও থাকে একান্ত নিজের মত করেই; নিজেরই পরিধি অনুযায়ী। তাছাড়া সবার লেখার ও মন্তব্য করারও স্বাধীনতা রয়েছে। রয়েছে মত প্রকাশের স্বাধীনতা।
কিন্তু তাই বলে এ কিরূপ আচরণ? কি বলবেন এই সব ব্লগারদের সম্পর্কে? কারো মন্তব্যের জবাবে পারলে মন্তব্য দিয়ে প্রতিবাদ কর, 'চড়' মারার মত নির্লজ্জতা! তাও কি না আবার পুরুষ হয়ে একটা মেয়েকে এমন কথা বলা! আমার তো মনে হয় এই টাইপ লোকগুলো '71 ইসূ্যতে উন্মাদ প্রায়, এখন ভেবে দেখতে বাধ্য হচ্ছি যে, যদি এরা হতো সেদিনের যুদ্ধবিরোধীদের অবস্থানে, তাহলে যেটুকু রক্ষে পেয়েছিল বাংলাদেশ, সেটুকুও আজ হয়তো দেখতে পেতাম না।
সাদিকের পোষ্টে বিরূপ মন্তব্য লিখে শুরুটা তো তারই ছিল, ভদ্রতা বলে কিছু জানা থাকলে ভদ্রভাবেই মন্তব্যের জবাব মন্তব্য দিয়েই দিতে, অভদ্রভাবে লিখে চড় মারার কথা বলতে না।
তাও আবার নারীর প্রতি, যেখানে নারী ও শিশুকে একই পর্যায়ে ফেলা হয় এ ধরণের প্রায় সব পর্যায়গুলোতেই। কাপুরুষতা একে না বললে আর কাকে বলবেন পাঠকবৃন্দ?
আল্লাহ্ না করুন, এই টাইপের লোকগুলো যদি কখনো বর্তমান ইস্রাঈলের মত শক্তি পায় আর আক্রমনাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে হয়তো খুঁজে খুঁজে শিশু আর নারীকেই হত্যা করবে যেন। কথা আর লেখার স্টাইল থেকেই নোংরামী আর হিংস্রতা ঝরে পড়ছে, তাদের আবার দেশপ্রেমের আদিখ্যেতা দেখলে 'স্বার্থাম্বেসী' শব্দটা নিয়ে না ভেবে পারছি না কোনমতেই।
নোংরামী আর কাপুরুষতাকে বাদ দিয়েও তর্ক করা যায়, মন্তব্য লেখা যায়। মন্তব্য লেখার পূর্ণ অধিকার নিয়ে যে কিনা মন্তব্য লিখে আরেকজনের পোষ্টে, সেই আবার নিজের পোষ্টে গঠনমূলক মন্তব্যের জবাবে এমন কাপুরুষোচিত আক্রমন করতে পারে, ভাবতেই ঘেন্না ধরে যাচ্ছে।
অরূপের নিজের স্ববিরোধী আচরণের জন্য উচিত আস্তমেয়ের কাছে ক্ষমা চাওয়া, যদি সে নিজেকে সত্যিই অন্ততঃ বিবেক-বুদ্ধিসম্পন্ন কেউ মনে করে।
ব্লগ চিন্তা ও বিনোদনের জায়গা, ভাল না লাগলে কোন পোষ্ট এড়িয়ে যাওয়া কিংবা নিজের পোষ্টের মন্তব্য মুছে দেয়ার অধিকার ও সুযোগ রয়েছেই। এখানে কথা দিয়েই কথার জবাব দিতে দেখেছি এতদিন, এমনকি গালির জবাবেও গালি দিতে দেখেছি অনেককে, কিন্তু এ ধরণের উগ্র আচরণ আজই প্রথম নযরে পড়লো।
আমার এ পোষ্ট বাংলাদেশ কিংবা লেবাননের কোন ইসূ্য নিয়ে নয়, আমাদের সবার প্রিয় অনুভব এই ব্লগের সুন্দর-সুশৃংখল পরিবেশ রক্ষার স্বার্থে। আশা করবো ব্লগের উত্তরাত্তর ভাল যারা চান এবং আমাদের বৃহৎ ব্লগ পরিবারকে ভালোবাসেন, তারা সহযোগিতা করবেন।
কোন ব্যক্তিগত সহমর্মিতাও এটা নয়, সাধারণ একটা প্রতিবাদ, কারণ, এ টাইপ আচরণ কাল অন্য কারো জন্যও হতে পারে।
প্রথম ছবি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ধৎঁঢ়নষড়ম/ঢ়ড়ংঃ/14988]ছবি-1[/লিংক]
দ্বিতীয় ছবি ঃ [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ষবহংনষড়ম/ঢ়ড়ংঃ/14983#পড়সসবহঃ]ছবি-2[/লিংক]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।