ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
চলতে চলতে শেষে
কোন্ পথ নেবে? কিসে
পাবে চলার বিধান?
ধ্যানে স্বপ্নের সামপান
ভীড় করে যদি, সেও
দৈবাৎ প্রাপ্যের চে'ও
অনেক অনেক ভালো।
পৃথিবীর সব কালো
হ'য়ে গেলে একাকার-
তবে সম্মুখে চলার
গতিরোধ হবে, সেই
ভাবনাতে বসে নেই
কেউ। মাঝপথে গিরি
আপাত বাধার সিঁড়ি
ভাঙতে ভাঙতে শেষে
উচ্ছল সাগরে মেশে
পাহাড়ী ঝর্ণার স্রোত।
হৃদয়ী শুভ্র কপোত
দ্বিধাহীন আকাশেই
ওড়ে; যদি নিমেষেই
কেটে যায় দ্বিধা-লেশ
না-পাওয়ার অবশেষ।
27.02.85
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।