আমাদের কথা খুঁজে নিন

   

ধিক তোমাদের, ধিক তোমাদের বর্বরতাকে....

পরির্বতনের সময় এখন....

ওরা তো আশ্রয়ের জন্য নিরাপদ আশ্রয়ে গিয়েছিলো। কি ছিলো ওদের দোষ । ওরা মৃত্য ভয়ে নিজ এবং সন্তানদের রক্ষার্থে আশ্রয় নিয়েছিলো । কিন্তু হলোনা ওদের শেষ রা । 10 মিনিটের ব্যবধানে দু দুটি বোমা ছিনেয়ে নিয়ে গেলো 60 টি তরতাজা প্রাণ ।

যার মাঝে 37 টি শুিশু !!!!!!!!!! কেউ কি কিছু বলবেন , একটু শুনবেন ওই শিশুদের কথা । না তা আর সম্বভ নয় , হসরাইলি বোমা ওদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে ওদের জীবন। যে শিশু গুলো ঠিকভাবে দেখতে পারেনি , বুঝতে পারেনি এই ধরণীকে । তার আগেই ওদের প্রাণ দিতে হলো!!!! খবরটি শোনার পর থেকে আমার নয়ন শিক্ত , শিক্ত আমার মন ......শিক্ত আআর সর্বাঙ্গ.....শিক্ত আমার.........., ঘটনাটি .দনি লেবাননের কানা গ্রামে । 80 জন লোক ঐ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে ঘুমিয়ে ছিলো ।

রাত একটার দিকে ইসরাইলি বিমান থেকে প্রথম বোমা বর্ষন করা হয় । এতে কজন বেরিয়ে আসতে পারলেও মাত্র 10 মিনিটের ব্যবধানে 2য় বোমা টি আঘাত হানে একই স্থানে । ফলে এ মমর্ান্তিক ঘটানাটির সৃষ্টি হয়। কিন্তু ইসরাইল বেসামরিক লোকদের হত্যার অভিযোগ অস্বিকার করেছে বরং উল্টো বলছে হিজবুল্লাহ ঐ গ্রাম থেকে রকেট হামলা চাালিয়েছে। তবে ইতিহাস বলছে অন্য কথা 1996সালের 18ই এপ্রিল হিজবুল্লাহকে নিরস্ত্র করার অজুহাতে এই কানা গ্রামে জাতিসংগের একটি স্থাপনায় হামলা চালিয়ে 105 জন অসহায় মানুষকে হত্যা করেছিলো।

কিন্তু আমার বড় কষ্ট লাগে,প্রচন্ড ঘৃনা জন্মে , এত হত্যার পরও যুক্তরাষ্ট্র ও বৃটেন ইসরাইলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রত্যক্ষ/পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র ইসরাইলের জন্য দুটি বোমাবাহী বিমানও পাঠিয়েছে...... তাই ইসরাইল ও যারা ইসরাইলকে মদদ দিচ্ছে তাদের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে নিংড়ানো ঘৃনা এবং শত ..শত..শত..ধিক জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।