আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ

গুরুত্বপূর্ণ এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় পদ্মার দুই পাড়ে আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন।
বৃহস্পতিবার রাত ৯টার মধ্যে সবগুলো ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন মাওয়া বিআইডব্লিউটিসি কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক।
সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে সকালে ১৪টি ফেরির মধ্যে ১০টি বন্ধ হয়ে যায়। চলমান ছিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ফ্ল্যাট ফেরি কেতকি ও কাকলী।
সিরাজুল বলেন, বাতাসের তীব্রতার কারণে রাত সোয়া ৮টা থেকে ফ্ল্যাট ফেরি দুটিও বন্ধ হয়ে যায়। পরিস্থিতির আরো অবনতি হলে রাত ৯টা থেকে রো রো ফেরিও বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তিনি জানান, ঢেউয়ের তীব্রতায় ৩নং রো রো ফেরি ঘাটের রাস্তার একাংশ পদ্মায় বিলীন হয়ে গেছে এবং ঘাটের পন্টুনে পানি ঢুকে পড়েছে।
এছাড়া পদ্মা প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় কোনো নৌযানই চলাচল করতে পারছে না বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।