আমাদের কথা খুঁজে নিন

   

নারী-পুরুষের সাম্য



খোদ বৃটেনে যেটা উন্নত বিশ্ব বলে দাবীদার , সেখানেই নারীরা পুরুষদের সমান বেতন পায় না । বরং পুরষদের সমান বেতন-ভাতা পেতে তাদের আরো একশ' 50 বছর অপেক্ষা করতে হবে। শুক্রবার টাইমস পত্রিকায় প্রকাশিত এক জরিপে এ তথ্য দেয়া হয়েছে । লন্ডন স্কুল অব ইকোনোমিক্সের (এলএসই) দি সেন্টার ফর ইকোনোমিক পারফরমেন্স-এর বিশ্লেষকরা বলেন, গত 30 বছরে নারী ও পুরুষের মধ্যে বেতনের ব্যবধান কমে এখন একটা স্থিতাবস্থায় আসতে শুরু করেছে । যেসব নারীকমর্ী সন্তানের জন্য চাকরিতে সাময়িক বিরতি দেন এবং সন্তান জন্মদানের পর পার্ট টাইম কাজ করেন তাদের ক্ষেত্রেই এই বৈষম্য বেশী দেখা যায় । অপরদিকে রিপোর্টে দেখা যায়, যেসব নারী শ্রমিক ফুল টাইম কাজ করেন এবং চাকরিতে কোন বিরতি দেন না তারাও এখন পর্যন্ত তাদের পুরুষ প্রতিপক্ষের তুলনায় 12 শতাংশ কম আয় করেন । আর এটা ঘটে বৈষম্যমূলক ও অকার্যকর সরকারি নীতির কারণে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।