আমাদের কথা খুঁজে নিন

   

@ বয়ঃসন্ধি'র সন্ধি-বিচ্ছেদ

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

কাঠের পিঠেতে, কঠোর পিঠেতে পেরেকের ঠুকোঠুকি সন্ধি পেরিয়ে বয়স যেখানে জীবনের মুখোমুখি, এতগুলো দিন তিল তিল করে স্বপ্ন দেখেছি যেন এই খানে এসে স্বাপি্নক মন থমকে দাঁড়ালো কেন? বড় হবো বলে হাঁসেদের মত দু'পায়ে দাঁড়িয়ে চলি রোজ চুপিসারে দাড়ি কামানোটা বন্ধুকে শুধু বলি এমনি কত শত পরিকল্পনা অপ্রাপ্ত সেদিনে বাঁধি প্রাপ্ত বয়সে প্রাপ্তির ভারে লুকিয়ে কেন যে কাঁদি। সেই পায়ে চলা পথে পথে আজ নাই আমাদের ঠাঁই স্বপ্নগুলো সব অংকুরে শেষ; কোথায় খুঁজিয়া পাই? কখনো তো ভাবি এমনি নিয়ম, কখনো বা প্রহসন প্রজন্ম এসে দাঁড়ায়ে দুয়ারে ছেড়ে দাও আবাসন। তোমাদের তরে সাজিয়েছি মোরা সাজঘর পৃথিবীর বিদায়ের বেলা বলোনা মোদেরে অন্ধ-চিরবধির, তোমরাও যাবে, আসবে আবার নতুন কুঁড়ির দিন এমনি ধারায় বইছে সময়, মহাকাল অমলিন। ভাবনারা আজো দাঁড় টানে যেথা জীবনের আস্তরন ধুলিতে-বালিতে ঢেউ তোলে সুর; স্মৃতির অনুরণণ, আমরা শান্ত, আমরা শিষ্ট; জীবনটা গতিশীল সত্যটা শুধু কাছে টানে সদা- 'মানুষ মরণশীল'। 24.07.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবির জন্য [link|http://www.somewhereinblog.net/AstoMeyeblog/post/14394| K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।