আমি কি বাংলাদেশী না বাঙালী ....................
কেন বর্তমান সরকারকে আমাদের মনে রাখার প্রয়োজন ?
কেনই বা আমাদের ভুলে যাওয়া উচিৎ নয় বর্তমান সরকার কে?
আসলে যে কারনেই হোক না কেন, আর যতগুলো কারন খাকুক না কেন , বর্তমান জোট সরকার কে বাংলাদেশী জনগনকে দীর্ঘদিন মনে রাখার প্রয়োজন রয়েছে, মানে সরকারের সকল মুখের কথাই যে কখা নয় তা মনে রাখার জন্য কতগুলো কর্মকান্ড মনে রাথা দরকার রয়েছে । অতীতের শাষনামলের কথা বাদ দিলেও বর্তমান শাষনামল এর শুরু থেকে এ পর্যন্ত যে কটি বিষয় আমাদের গুরুত্বের সাথে মনে রাখা প্রয়োজন তা হলো ঃ-
১. দেশের প্রচলিত সংবিধানকে এবং নির্বাচনী পদ্ধতি (যা তাদের পরামর্শেই অতীতে গৃহিত) কে তুলোধুনা করে রাস্তার নর্দমায় ফেলে দেয়া । কারন বেগম সাজেদার ভাষায় বাংলাদেশের মালিক আওয়ামীলিগ, তাই তাদের ইচ্ছা -অনিচ্ছার উপর সংবিধানের স্থান। যা অতীতে বাকশাল গঠনেও লক্ষিত হয়েছে । আর সংবিধান যদি দেশের মালিকের বিরুদ্ধে যায় তো সেটা কোন সংবিধান নয বলে মালিকদের ধারনা ।
২. সংবিধান যেহেতু মালিকের সম্পদ তাই লগি বইঠার মতো দৃশ্য আমাদের জনগনদের দেখতে হয়েছে । নৌকার মাঝিদের ক্ষমতা যে শহরের বাসচালক বা নগরপরিচারকদের লাশে পরিনত করতে পারে সেটাও মনে রাখবেন শুধূ ভবিষ্যতের রাজনীতিতে এগুলোর ব্যবহার দেখার জন্য ।
৩.মইনু -হাসিনা চুক্তির আড়ালে যেভাবে ক্ষমতা পেয়েছে বতমান শাষক দল তাও মনে রাখার মতো একটি ঘটনা যা গনতন্ত্রের ইতিহাসকে করেছে আরো মর্মাহত । কারন নিজের মতো করে ভোটার লিস্ট এবং সাংসদ এলাকা পূনর্বিন্যাস মনে হয় এভাবে কোনদিন আর হবে না । যেখানে ১টি আসনকে ভে্ঙে ৩টি আসন এবং ভোটার তালিকা টুকরো টুকরো করে হযবরল করার মতো ঘটনা ২০ বৎসরের গনতন্ত্রে কোনদিন হয় নি ।
এক্ষেত্রে একটি কথা লক্ষনীয় যে, কোন তালিকা হতে এলাকা বিণ্যাস করতে চাইলে আপনি যেভাবে যা চাবেন তা সম্ভব হবে ।
৪. নির্বাচিত হবার পর বর্তমান সরকারের ১ম বৎসরে জাতির সবচেয়ে বিভৎস হত্যাকান্ড পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা জাতিকে উপহার দেয়া । রাজনৈতিক মোকাবেলায় বিশ্বের সবচেয়ে ভয়ন্কর ঘটনার জন্ম দেয়া সরকার, তাই মনে রাখবেন সবাই।
চলছে এবং চলবে ...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।