আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ: হাসিতে কি থাকে বলেন তো?

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

মুক্তান্ধ (মানে যারা তথাকথিত মুক্তচিন্তার প্রবল টানে অন্ধ)-রা হয়তো বলবেন, আরে ধুর, হাসি একটা বিশেষ কোন ব্যাপার নাকি? ওটাতো কংকালের গায়ে যে মাংশপেশী আছে, সেগুলোর খিচুনি। ব্রেইন থেকে বয়ে আসা কিছু ইমপালস, অত:পর মুখের দুইদিকে মাংশপেশীর সরে যাওয়া, ঠোটের দুই দিকে বিভক্ত হয়ে যাওয়া, কংকালের অংশবিশেষ যে দাত তা বেরিয়ে পড়া .. এমন একটা নিতান্ত যান্ত্রিক ব্যাপার। আবেগী কেউ বলতেই পারে, আরে না। হাসিতে [গাঢ়]কি যেন একটা আছে[/গাঢ়]। এমন একটা কিছু যেটা ব্যাখ্যা করা যায় না।

প্রতিবাদে, মুক্তান্ধরা বলতেই পারে, যার গাণিতিক প্রমাণ নেই, যার কেমিক্যাল রিয়্যাকশনে অস্তিত্ব নেই, যার প্রমাণ এখনও কোন বিজ্ঞানীদের খাতায় রেজিস্ট্রি হয় নি; তার কোন ভিত্তি নেই। ওই "কিছু একটা" পুরো ফালতু প্যাচাল, অন্ধ কুসংস্কার, গেঁয়ো লোকের অতি কল্পনা ইত্যাদি ইত্যাদি। আবেগী মন সেই যুক্তি মানে না। যখনই মায়ের খুব মায়া কাড়া হাসি মুখটা দেখি-এমনকি পুরনো ফটোতে, অথবা পিতার কোলে পরম নিশ্চিন্ত যে শিশুটা অসম্ভব সুন্দর একটা হাসি দেয়, অথবা এই ছবির কথাই ধরুন না। মায়ের কোলে, এই বাচ্চাটার হাসিটা।

পৃথিবীতে ও এসেছেই বা কয়দিন হলো? এর মধ্যে সে শিখে গেছে মানুষের যে কয়টা অমূল্য সম্পদ আছে তার ভিতরে হাসি নামের অপূর্ব সুন্দর একটা সম্পদকে। কঠিন ভাবের একটা ব্যাপার! একটা অপরিচিত মানুষকে মুহুর্তে আপন করে নেওয়ার জন্য হাসির কোন বিকল্প নেই। হাসি কিভাবে যে একবার পরম নির্ভরতা, কখনো মায়ের তীব্র ভালোবাসা, সন্তানের নিস্পাপতা, হৃদয়ের উচ্ছলতা, বিশ্বাস করা যায়, সব এখনও শেষ হয়ে যায় নি, বন্ধুর সাথে তীব্র অভিমানের পরে -[ইটালিক] দোস্ত সব ঠিক আছে[/ইটালিক] ... এরকম আরো কত কী অনুভূতি নিয়ে আসে! এখন আপনি কি বুঝিয়ে বলতে পারেন, [গাঢ়]হাসিতে কি থাকে? [/গাঢ়] হাসির এক্সপ্রেশন এর সাথে যে ব্যাখ্যাতিত অনুভূতিটা বয়ে নিয়ে আসে, সেটা কি লৌকিক নাকি সম্পূর্ণ অলৌকিক একটা ব্যাপার? ------------------------------------- In the name of the Beloved One And that He it is Who makes (men) laugh and makes (them) weep; The Quran - 053.043

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।