আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
ক্রিং ক্রিং ক্রিং ....
নিরন্তর ফোনটা বেজেই চলেছে। প্রাপ্তি জানে এই রাতে তাকে কে ফোন করতে পারে, তাই ফোনটা ধরছে না। নাহ, এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। বয়সে পাচঁ বছরের ছোট অথচ প্রাপ্তির জন্য পাগল।
প্রেম, বিয়ে, সংসার - এগুলো কোনোটাই প্রাপ্তিকে আলোড়িত করে না, তার কাধেঁ যে অনেক দায়িত্ব, অথচ অনন্ত ওইসব কিছু বুঝতেই চায় না। অনন্ত Ai~c আঙ্কেল আর মাশীদ আন্টির একমাত্র ছেলে। বাপ মার আদর পেয়ে এক্কেবারে মাথায় উঠেছে। প্রতিদিন কমপক্ষে 20 বার ফোন করবে। কি করছো, কেন করছো, এখনও অফিসে কেন ইত্যাদি ইত্যাদি।
অনেকটা বাধ্য হয়েই প্রাপ্তি ফোনটা ধরল।
- হ্যালো অনু ... কি বলবে জলদি বলো, আমার হাতে অনেক কাজ।
- কি করে জানলে আমি ফোন করেছি?
- ওটা আবার বলতে হয়, তুমি ছাড়া আমাকে এই রাতে কে ফোন করে, কারোও কি খায়ে দায়ে কাজ নাই?
- ওফ জান .. তুমি কি একটু রোমান্টিক কথা বলতে পার না? প্লিজ কিছু একটা বল, মিষ্টি করে।
- ছিঃ তোর লজ্জা করে না, আমি তোর চেয়ে বড়, অথচ আমাকে জান ডাকিস ... আঙ্কেল আন্টি শুনলে কি বলবে?
- হাহাহাহাহা... তুমি এখনও সেই যুগেই পড়ে আছো। ওরে পাগলী এখনও কি ওইসব কেউ মানে?
- কেউ না মানুক, আমি মানি।
আর আরেকটা কথা শোন তুই যেমন নির্বিচারে তোর বাপমায়ের পয়সা উড়াস, চারিদিক দাপিয়ে গাড়ি চালিয়ে যাস, বন্ধুদের নিয়ে ফুর্তি করিস- আমি পারিনা, কারন আমার উপর যে অনেক ঋণ। দেখিস না, সবাই কত গর্ব করে বলে - প্রাপ্তি আমাদের সোনার মেয়ে, ওদের মান যে আমাকে রাখতে হবে।
- তুমি আবার শুরু করলা, শোন আমার শুনতে ভাল লাগছে না। আমি রাখছি, তবে একটা কথা তাড়াতাড়ি বাসায় যাও, রাত অনেক হয়েছে।
বলেই খট করে ফোনটা রেখে দিল।
ছেলেটা এমনই, মনে মনে হেসে ওঠে প্রাপ্তি। নিজের কাজে মন দেয়। হঠাৎ মনে পড়ে কয়েকটা জরুরী কল করা দরকার। বিশেষ করে তাহসিনাকে। অস্ট্রেলিয়া থেকে কয়েকজন জ্যাজ শিল্পী আসছে, হোটেল হলিডে ইন-এ পারফর্ম করছে।
ওই সব দায়িত্ব নিয়েছে। মেয়েটাও হয়েছে ঠিক মায়ের মতো, পারলে সবাইকে দাবড়ায় বাড়ায়, অথচ মনের দিক থেকে নরম।
ফোনের দিকে হাত বাড়ায়। প্রাপ্তি মনে মনে বিড় বিড় করে -আচ্ছা অস্ট্রেলিয়ায় তো এখন সকাল, এখনও কি ঘুম থেকে উঠেছে কিনা সন্দেহ আছে? ট্রাই করে দেখি।
- হ্যালো, তাহসিনা আছে?
- আরে পিচকুল, কেমন আছিস?
- ওহ আন্টি তুমি ... আগে বল তুমি কেমন আছে?
- আমি ভাল, তুই এখন জেগে আছিস? ঘুমাস নাই এখনও।
- আন্টি আমি তো অফিসে।
- কি? তুই এখনও অফিসে, দাঁড়া আজকেই তোর দাদুকে বলে দেব?
- আহা ... আন্টি কথা শুনবে তো, হাতে অনেকগুলো কাজ পড়েছিল তাই এ...
- আমি কোন কথা শুনতে চাই না, তুই এখন বাসায় যা।
- আচ্ছা এক্ষুনি বাসায় যাচ্ছি, একটু তাহসিনাকে দাও।
- নাহ ... কোনো কথা নয়। রাখলাম, আল্লাহ হাফেজ।
ওপস ... [link|http://www.somewhereinblog.net/AstoMeyeblog|Av
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।