আমাদের কথা খুঁজে নিন

   

এখন আর সময় নেই সূর্য্য ডুবে যাবে

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! সে কেন ওভাবে হাঁটে পিচ্ছল দিঘিটার ঘাট! নড়ে যায় চড়ে যায় দু পাখার ঢেউ। ঢেউ যদি উঠে আসে ময়ূরের ঘুম ভাঙা রাতে। ময়ূর টা অবুঝ আর নীল রং পাখি। পাখিরা কাতরায়। একদিন সন্ধ্যের আগে আগে ঝড় ওঠে মুখ কালো করে থাকা এ পাড়ার বেদেনীর মত।

হা করে ছোটে ঝড়। বড় ভয় ভয় লাগে। সানসেটে পাখিদের ঘর ছোট্ট বাড়িটার ছাদ। আমাদের বাড়ি আমাদের ঘর কাঁপে! পাখিরা কাঁপে সে ঝড়ের উত্তাপে! গুহার মুখে বসে থাকে কার চোখ। সে সময় বিষাদের! চার অক্ষরে তার ক্ষয়।

সে কেন ওভাবে হাঁটে সূর্য্যাস্তের সময়? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।