আমাদের কথা খুঁজে নিন

   

@ প্রশ্ন এবং সান্ত্বনা

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

দীপ্ত বেদনাগুলো কেন নিভে যায় না অশান্ত দিন আমার বদলাবে কোন প্রাতেঃ অাঁধারের বিনিদ্র ছোরা বক্ষে বিঁধিলো কে কবে নিশি ভোর হবে? এখন চলছি অজানা দ্বীপের পানে খর স্রোতস্বিনী টানে প্রথম 'সরণ দ্বীপ' -এর স্মৃতি ক্লান্ত কর-এ মুছে নিতে হবে কে জানে আবার ক'বে, মহাস্রোতস্বিনী ফের ফিরাবে আমারে মরণ দ্বীপের ওপারে। কেন যে সেজেছি নওলের সাজ জীবনের এই পুতুল খেলায় সীমাহীন অবেলায় এই পর্বের অশ্রু না মুছিতে হায় ঐ সমাপ্তি অনন্ত ডেকে নিয়ে যায়। অশ্রু ঝরাও, বিরহ সহিয়া যাও সিক্ত কর-কমলও যদি না পাও জেনো- ভুবন ব্যাথার পদ্মে নীর জীবনের রঙিন পৃষ্ঠা উল্টিয়ে সুখ খুঁজো হে বিরহ বীর। 22.01.2001 রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব। ছবি কৃতজ্ঞতা ঃ http://www.qwantz.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।