যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
সাইট মিটার (http://www.sitemeter.com) নামে একটা চমৎকার টুলস আছে যেটা দিয়ে ব্লগের ট্রাফিক, অর্থাৎ কোন দেশ থেকে ভিজিটর, দিনে কতজন হিট করলো, কোন রেফারেনস থেকে পাবলিক ব্লগে ঢুকছে এগুলো জানা যায়।
সাইটমিটারে হঠাৎ ভারতীয় এক ব্লগারের ভিজিট দেখে তার রেফারেনস চেক করে খুঁজে পেলাম পিকে ব্লগস।
এই সাইটটি ব্যবহার করে এখন ভারত, চীন সহ যেসব দেশে ব্লগে এ্যাক্সেস সরকার নিষিদ্ধ করেছে তারা ভিজিট করছে। সাইটটির ঠিকানা হচ্ছে:
http://www.pkblogs.com/
সাইটটিতে গিয়ে ব্লগস্পটের ঠিকানার মধ্য অংশ লিখলে সরাসরি সেটি ব্লগস্পটে রিডাইরেক্ট করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।