আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে শিশুদের পর্নোগ্রাফির দায়ে 150 বছরের জেল

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

অনলাইনে শিশুদের পর্নো ছবি সংগ্রহ ও তৈরির চাঞ্চল্যকর একটি ঘটনার সঙ্গে জড়িত 39 বছর বয়স্ক গ্রেগরী জন মিশেল (Gregory John Mitchel) কে ভার্জিনিয়ার ফেডারেল কোর্ট 14 জুলাই 150 বছরের কারাদণ্ড প্রদান করেছে। অনলাইনে বালকের পর্নো ছবি সংগ্রহ এবং বিতরণের এ ঘটনাটি গত বছরের শেষার্ধে সমগ্র আমেরিকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এ নিয়ে কংগ্রেসেও শুনানি হয়েছে এবং অনলাইনে পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর আইনের সুপারিশ করা হয়েছে। উল্লেখ্য, গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদের সময় গত জানুয়ারি মাসে মিশেল দোষ স্বীকার করে। ইদানিং এদেশের বেশ কিছু পণের্া সাইট, ফোরাম , গ্রুপ আমাদের সমাজকে করছে কলুষিত। ব্যক্তি ইমেজ ধ্বংস করার জন্য এসব অনলাইন পাবলিকেসনস গুরুতবপূর্ণ ভূমিকা রাখছে। সময় এসেছে আমাদের দেশে অনলাইন পণের্াগ্রাফির কবল থেকে মুক্ত করা। সেজন্য সাইবার ল এ বিস্তারিত বিবরণ ও কঠোর শাস্তির বিধান থাকা উচিৎ। এপি পরিবেশিত নিউজটি পাবেনঃ Click This Link অথবা http://tinyurl.com/ebw39

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।