বল্গার বন্ধুরা আজ আমি আপনাদের একটা গল্প শুনাবো। দুটি বিড়ালের গল্প। মানুষের হিংস্রতায় তাদের নিমর্ম মৃত্যুর গল্প।
হুটি বিলি দুই ভাই। চারমাস বয়সে আমার ভাগনীর গিফট হিসেবে আমাদের বাসায় এসেছিল।
জন্ম থেকেই ওদের দেখেছি। খুব নিরীহ ছিল। কিনা করতো তারা ? একসাথে গলাগলি করে ঘুমানো,লাফানো,পাখি তাড়ানো,দুলকি চালে ফুল গাছের মাথায় উঠে নামতে না পেরে কুঁই কুঁই করা,হরিণের সাথে টককর দেয়া আরো কতো কিছু। কিন্তু আমাদের বাসায় আসার পরদিন বিলিকে করুণ ভাবে প্রাণ হারাতে হল। চার তলা হতে ওকে ফেলে দেয়া হয়েছিল।
অপরাধ? চারতলার ফ্লাটে ঢুকে একটু লাফালাফি করা। চারপা ভেঙ্গে গিয়েছিল মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। তারপরও বেঁচে ছিল 7/8 ঘন্টা। ওর চোখের বোবা কান্না আমি পড়তে পেরেছিলাম,ওর মৃত্যু যন্ত্রনা আমি অনুভব করেছিলাম কিন্তু কাউকে তা বোঝানোর ক্ষমতা আমার নেই।
এরপর হুটিকে বুকে তুলে নিলাম আরো নিবিড়ভাবে ।
বলতে চাইলাম কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুঝিসনা। এদের চেয়ে ভালো মানুষের সংখ্যাই বেশী যারা ভালোবাসা দিতে জানে,পেতে জানে। হুটি আমার মেসেজ বুঝল কিনা জানিনা,আমাকে সে বুঝেছিল।
সে হয়ে উঠল আমাদের পরিবারের একজন সদস্য। কাঁচা,পঁচা,বাসি খেতোনা।
কেউ ব্যাথা দিলেও কামড় বা খামচি দিতে পারতোনা শুধু কুঁই কুঁই করে কাঁদতো। আইসক্রীম বা কনডেন্সমিল্কের খোঁজ পেলে মাথা এলোমেলো করে দিতো। মানুষের ভালোবাসা পাওয়ার সাথে ঘৃনাও পাওয়া শুরু করল। কারো অভিযোগ ভয় দেখায়,কারোবা বাসায় চুরি করার জন্য ঢুকে(ভুল করে ঢুকে আরকি)। তবে ভালোবাসাও কম পায়নি ।
একবার চারতলার কার্নিশে উঠে আর নামতে না পেরে প্রচন্ড কাঁদছিল তখন অন্য ফাটের একটা ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে উদধার করেছিল। কেউবা আদর করে মন্টি ডাকতো,অথবা ভুলে বাসায় ঢুকে গেলে আমাদের বাসায় পৌছে দিত।
জানতাম বোবার শত্রু নেই কিন্তু হুটি বিলি জীবন দিয়ে আমার সে ধারণা ভেঙ্গে দিয়ে গেছে। তারপর এক ভদ্্র(?) মহিলা এসে বললো হুটি তার বিড়ালগুলোকে মারে পরেরবার হুটিকে দেখলে গুলি করে মারা হবে(দুটি বিড়ালের মধ্যে কামড়া-কামড়ি বা মাখামাখি থাকতেই পারে। হুটির পিট্টি খেতে তার বিড়াল কেন আমাদের বাসায় আসত?) না গুলি করে নয় হুটি কে খুন করা হয়েছিল বিষ খাইয়ে।
জানিনা একটা সামান্য বিড়াল কার কি এমন ক্ষতি করেছিল। সে আমাদের কাছে ছিল দেড় বছর। আজো তার আদর মাখা মিউ ডাক শুনতে পাই।
আজো তার মৃত্যুকষ্ট চোখের সামনে ভাসে। আজো কাঁদি।
এখন কাঁদছি। হে আলাহ তুমি সব মানুষকে হেদায়াত দান কর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।