আমাদের কথা খুঁজে নিন

   

বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী ... হেরা গুহায় পবিত্র নবীর মনের তন্ত্রীতে যে সুর আর কথা ধ্বনিত

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

[ইটালিক] শিরোনামটি আক্ষরিক অর্থে না নিলেই ভালো হয়। [/ইটালিক] বসে আছি হে! কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইবো জগতে মম জীবন ধন্য মানি। রবীন্দ্রনাথের এই অসাধারন গানটি যতবার শুনি ততবার হেরা গুহায় ধ্যানমগ্ন সেই পরম পুরুষের কথাই কেন যেন মনে আসে। গানটি রবীন্দ্রনাথের লেখা, অথচ কথাগুলো পবিত্র নবীর ঐশী বাণী গ্রহন করার আগের সেই অসাধারন মুহুর্তের রহস্যময় সময় এবং নবীর মননকে দারুনভাবে ধারন করে (সালাম তার স্মৃতির প্রতি) ।

মনে ভেসে ওঠে হেরা গুহায় নবীর ধ্যানমগ্ন দেহাবয়ব। খুব মনোযোগ দিয়ে এই রবীন্দ্রসংগীতটি শুনলে, প্রতিটি কথায় ধ্বনিত হবে ঐশী বাণী শোনার জন্য অপেক্ষায় মগ্ন এক পুরুষের মনের তন্ত্রীতে যে সুর বাজে, হৃদয়ের যে কথা, সেটাই। গানটি শুনতে পাবেন এই লিংকে। Click This Link লিংকটিতে গেলে প্রথম থেকে 2য় গানটি (Boshe Aachi hay) সিলেক্ট করে প্লে সিলেক্টেড সং বাটনে ক্লিক করুন। পরের উইন্ডোতে মিডিয়া প্লেয়ার সিলেক্ট করতে হতে পারে।

গানটির অসাধারন কথাগুলো এখানে: [গাঢ়] বসে আছি হে! কবে শুনিব তোমার বাণী। কবে বাহির হইবো জগতে মম জীবন ধন্য মানি। কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে দ্বারে দ্বারে ফিরি সবারো হৃদয় চাহিবে। নরনারী মন করিয়া হরন চরনে দিবে আনি। কেহ শুনে না গান জাগে না প্রাণ বিফলে গীত অবসান।

তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি। তুমি না কহিলে কেমন কব, প্রবল অজেয় বাণী তব? তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি। তব নামে আমি সবারে ডাকিব হৃদয়ে লইবো টানি। বসে আছি হে! কবে শুনিব তোমার বাণী। [/গাঢ়]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।