আমাদের কথা খুঁজে নিন

   

@ অবক্ষয়ের চিতায় স্বপ্নের শেকড়

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

প্রাবন্ধিক সময়-ক্ষেপনে ঘুরছে এখন বিজ্ঞানাগারের ভূ-গোলক আমাদের সবুজ গ্রহটি বিবর্ণ সংরক্ষিত বারুদের বাঙ্টি ক্ষণে ক্ষণে উগলে দেয় ধোঁয়াটে বিস্ফোরণ আর জ্বলে উঠে তরু-লতার তৈলচিত্র মুছে যায় অক্ষ-দ্রাঘিমা রেখা। প্রতিদিন প্রবন্ধ লেখে কালের কলম অপব্যয় রোধে কালিগুলো সব রক্ত-লাল মৃত শরীরের নিঃশেষ-পূর্ব সঞ্চয় যেখানে সৌখিন ঐতিহাসিকের প্রলুব্ধ চোখ। নেতানো পতাকাগুলোতে ইঁদুরের ছুটোছুটি কে খাবে খুঁটি, কে বসাবে বন্ধনে বিষদাঁত কে নেবে লাল-সবুজ রঙ, কে খাবে মানচিত্র-ভূমি আড়ালের যুগ-যুগান্তরে একটাই রঙ; সে অন্ধকার আমাদের দিন-রাতে তিনি মহীয়ান (?) হাজার বছরের মহা মহা কৃতি-সন্তান! ল্যাবরেটরীর নীল আলো জ্বলে আর নিভে মৃতু্য যন্ত্রণায় কাতর সু-সভ্যদের মাটি। তবুও সকালের বাগানে বেড়ে উঠে গোলাপ-কুঁড়ি নদীতে আসে জোয়ার; ঝর্ণারা চঞ্চল স্বপ্নবাদীরা দু'চোখে বুনে ভালবাসার কারুকাজ 'একদিন তোমায় সাজাবো নববধূ ওগো মহাশূন্যচারিনী আমার সবুজ-শ্যামল প্রিয়তমা'! 15.07.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।