বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
(ছবি এপি'র সৌজন্যে)
খবরটা বেশ চমকপ্রদ। যমজ ভাই একজন হচ্ছেন রাস্ট্রপতি অন্যজন গতকাল শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। ঘটনাটা ঘটেছে পোল্যান্ডে। খবরটা অনেকের মধ্যে বেশ উৎসাহ জোগাবে। যমজ ভাইয়ের দরকার নেই।
দুই ভাইয়ের একজনের ভাগ্যে ঝুলবে রাস্ট্রপতির শিকা আর আরেকজন বেমওকা প্রধান মন্ত্রী। আহা, কি আনন্দ!!! গণতন্ত্রের হাত ধরে রাজতন্ত্রের প্রচলনটা বেশ রোমাঞ্চকর। ! পোল্যান্ডে এধরণের নজির প্রথমবারের মতো হলো। তবে আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতি করার ঐতিহ্য আছে, তাই সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
জুলাইয়ের 14 তারিখে পোল্যান্ডের রাস্ট্রপতি লেক ক্যাজিনস্কি করমর্দন করে তার যমজ ভাই যারোসালোকে শপথ গ্রহণ করান।
57 বছররের যারোসালো নির্বাচনে জোট সরকারের নেতৃত্বে 460 সদস্যবিশিস্ট সংসদের আস্থা ভোট লাভ করে 21 সদস্যবিশিস্ট মন্ত্রীসভা গঠন করেন। নতুন প্রধানমন্ত্রী আর্থিক শৃংখলা ফিরিয়ে আনতে, সামাজিক নিরাপওা বিধানে ও দূর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন। মূল খবরটি [লিংক=যঃঃঢ়://ঃরহুঁৎষ.পড়স/য5ভষন]এসোসিয়েটেড প্রেসের[/লিংক] সৌজন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।