আমাদের কথা খুঁজে নিন

   

[রং=#ঋঋ0000] [সাইজ=3] ভালবেসে একটি গোলাপ../সুনীল সমুদ্র [/সাইজ] [/রং]

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

[রং=#0000ঋঋ][গাঢ়](পূর্ব কথাঃ [/গাঢ়][/রং] গত শুক্রবার 7ই জুলাই ছিল এব্লগের সবার খুব প্রিয়মানুষ 'কালপুরুষ' এর জন্মদিন। কিন্তু ভাগ্যদোষে সেটি আমার একেবারেই জানা ছিলনা এবং 7 ও 8 তারিখ আমি কাটিয়েছি রাঙামাটিতে, যেখানে নেটে ঢোকা সম্ভব হয়নি। 9 তারিখে ঢাকায় ফিরে নেটে ঢুকেই আমি বোকা বনে গেলাম। সাদিক এর পোষ্টে 7 তারিখে বৃষ্টির মতো ঝরে পড়েছে 'কালপুরুষ' এর জন্য জন্মদিনের অজস্র শুভেচ্ছাবাণী, কিন্তু সেখানে 'সুনীল সমুদ্রে'-র পক্ষ থেকে কোন শুভাশীষ নেই। কেমন একটা কষ্টের আবেগ আমাকে এলোমেলো করে দিল।

... একটা অজানা অনুতাপ সারাক্ষণ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো...। কিছুতেই বিশ্বাস হয় না, প্রিয় সেই মানুষটির জন্মদিন আমি মিস করেছি। বিশ্বাস হয়না, তুলে দিতে পারিনি একটি গোলাপ, সেই অনন্য দিনে, তাঁকে ভালবেসে। ...... সত্যি কথা বলতে কি, কালপুরুষ এর যে কোন বিশেষ দিন-ই আমার কাছে আরো বেশী বিশেষায়িত হয়ে পড়ে এই জন্য যে, এই ব্লগে আমার লেখালেখির বিষয়ে তাঁর অসাধারণ সব অনুপ্রেরণামূলক মন্তব্য ম্যাজিক এর মতো কাজ করে গেছে , নইলে একাধিক কর্ম-পরিমন্ডলে আমার যে হারে ব্যস্ততা, তাতে করে লেখালেখিতে বা ব্লগে এতোটা সময় দেওয়া বোধহয় একেবারেই সম্ভব হতো না। এককথায় বলা যায়- তিনিই ধরে রাখলেন আমাকে-অনেক ভালবাসা আর মুগ্ধতা দিয়ে-অনেক প্রশংসা আর প্রেরণার অপরূপ মোহ-বাক্যবাণে।

.... অবশ্য যে কোন মানুষকেই কালপুরুষ ভালবাসেন শিশুর মতো সরলতা দিয়ে। । 23 শে জুনের সম্মেলনের প্রতিবেদনে সবার লেখা থেকেই একটি সত্য বেড়িয়ে এসেছে যে, কালপুরুষ সেদিন যাদেরকে তাঁর বাসায় অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেছেন, তাদের প্রত্যেকের কাছেই মনে হয়েছে কালপুরুষ যেন শুধু তার জন্যেই অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আমিও যখন সে বাসার দরোজায় সামনে গিয়ে দাঁড়ালাম, কোথা থেকে যেন তিনি বেড়িয়ে এলেন। এমন ভাবে আমাকে ভেতরে নিয়ে গেলেন, মনে হলো, আজ শুধু আমারই আসবার কথাছিল।

যেন আমিই শুধু আজ তার 'একমাত্র অতিথি'। ..... কালপুরুষের তুলনা শুধু কালপুরুষই। কিভাবে তিনি মানুষকে আপন করতে জানেন, তা তার সাথে দেখা না হলে কেউ ধারণাই করতে পারবেননা। সেই কালপুরুষ-এর জন্মদিনে আমার কোন শুভেচ্ছাবাণী পাঠাতে পারিনি, সেই অনুতাপ দর্ীঘ হতে হতে অবশেষে আরেক শুক্রবারে... জন্ম হলো এ কবিতার। .... কালপুরুষ, গ্রহণ করুন, একজন অসমর্থ অনুতাপী মানুষের কাছ থেকে- সাতদিন পরের অন্যরকম এক শুভেচ্ছা, আমি যাকে বলেছি... A Wish After A Week. [রং=#0000ঋঋ][গাঢ়] ...) [/গাঢ়][/রং] [রং=#ঋঋ0000] [সাইজ=5] [আন্ডার] ভালবেসে একটি গোলাপ....[/আন্ডার] [/সাইজ] [/রং] (A Wish After A Week.....) ভালবেসে একটি গোলাপ তুলে দিতে পারিনি তোমার জন্মদিনে হায়, সেই অনুতাপে কি ভীষণ পুঁড়ছে দেখো আক্ষপে গলে গলে- বুকের মধ্যখানে জ্বালানো এক মোম অণুক্ষণ, রাত্রি-দিনে.....।

তুমি ওকে নিভিয়ে দিওনা, বলোনা- যা জানার তা' জেনে গেছো- আর নেই প্রয়োজন, পরীক্ষা, ভালোবাসার। আমিতো তোমার জন্যই সহস্রবার প্রণয়ের এমন সব অগি্ন-পরীক্ষা দিতে রাজী- তোমার জন্যই- অযুত লক্ষবার সামহয়্যার ব্লগের দেয়ালে দেয়ালে- নির্দ্বিধায় লিখে দিতে চাই- সততায়, সম্ভ্রমে, ভালোবেসেছি- তোমাকেই অনিঃশেষ হৃদয়বান, হে কালজয়ী-'কালপুরম্নষ'। ভালবেসে একটি গোলাপ তুলে দিতে পারিনি তোমার জন্মদিনে - তাই দেখো- কী বিপুল চীৎকারে ছড়িয়ে দিয়েছি আমি সহস্র গোলাপ সারাটা শহরজুড়ে- জলে, স্থলে, আকাশে, অন্তরীক্ষে প্রিয় শুক্রবারের এই সকালের বিমুগ্ধ আলোয় ঘুম ভাঙা আবেগী মানুষের বিস্মিত অবাক , চোখে চোখে। ছড়িয়ে দিয়েছি দেখো- তোমার জন্য শুভকামনায় শুভ্র হয়ে ওঠা শুভাকাংখী যতো মানুষের মমতার মনোরথে। কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে কেমন সতেজ থাকে ভালবাসা- নিখাদ স্পর্শমাখা এক গোলাপ- যদি তা' বহুদিন পরেও দেবার মতো করে তুলে দেয় কেউ পরম যত্নে , মমতায়।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে একই সুগন্ধ সে 'গোলাপ' ছড়ায় অনন্তকাল, পাপড়ি পড়ে না তার ঝরে, কোনদিন, কোনকালে....। [রং=#0000ঋঋ][গাঢ়] রচনাকাল ঃ13/07/2006ইং, ঢাকা [/গাঢ়][/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।