আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর আমার মোনালিসা!!!

[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]

ছোটবেলায় আব্বু একবার বাসায় ফ্লুইড এনে রেখেছিল। তার অফিসের কিছু কাজ করার জন্য। তারপরদিন অফিসে নিয়ে যাওয়ার কথা থাকলেও ভুল বশত নিয়ে যাননি। আমি স্কুল থেকে আসার পর দেখলাম দারুন একটা জিনিস। এটা দিয়ে সবখানে সাদা দাগ দেয়া যায়।

তখন আমি আমার সমস্ত শৈল্পিক প্রতিভা উজার করে আমার ঘরের জানালায় মোনালিসা আঁকলাম। দারুন মোনালিসা মাথায় হ্যাট পরা। তখন বিটিভি-তে মুভি অফ দ্য উইকে যেসব সিনেমা দেখাত তাতে মহিলারা হ্যাট পড়ে থাকত। ছবিটা এঁকেছিলাম আমার ঘরের জানালার পাল্লায়। আমাদের বাসাটা অনেক পুরাতন তাই পাল্লাযুক্ত জানালা।

আব্বু বাসায় এসে ওটা দেখে এমন বকা দিলেন যে, তা আর বলার কথা নয়। তারপর থেকে আমি আব্বুর আর কোন জিনিসে না বলে হাত দেইনি। আসল ঘটনা সেটা নয় আসল ঘটনা হল এটা। তখন আমি কেবল ঘরে একা একা ঘুমাতে শুরু করেছি। একদিন রাতে ঘুমাতে গেলাম।

আমি আর আমার জানালয় হ্যাট পরা মোনালিসা। অনেক রাতে ঘুম ভেঙে গেল। দেখালম আমার মোনালিসা আস্তে আস্তে বড় হচ্ছে। তারপর কি যেন বলতে লাগল। ভয় পেয়ে এমন চিৎকার করে ছিলাম যে, পাশের ঘর থেকে মা চলে আসলেন।

তারপর ওটা হয়ে গেল আমাদের টক অফ দা ফ্যামিলি। যে বাড়ীতে আসে তাকেই ঐ গল্প শোনান হয়। এদিকে আমার অবস্থা টাইট। তারপর অনেক দিন পর বাসায় গেলাম। গিয়ে দেখি বাবা পুরা বাসা চুনকাম করে জানালা দরজা রং করে ফেলেছে।

আমার ঘরে গিয়ে দেখি জালালায় মোনালিসা আর নাই। একদম ফাঁকা। মনে হল আঃহারে ছবিটা তো ভালই ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।