আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
বর্ষনমুখর রাতের তৃষ্ণার্ত নদীর মতো স্পন্দিত
জীবন জটিলতায় বিমূর্ত পাঠে বিভ্রান্ত হলে
অশুভ অন্ধকার অতিক্রম করে হীম শীতল ছায়া।
বুর্জোয়া সভ্যতার অধপতিত সমাজের উন্মাতাল তরঙ্গ
বিক্ষুব্ধ সমুদ্রের গভীর ঝড়ের মতো ভয়ংকর হলে
কোলের শিশুর মতো কবিতাও মাঝে মাঝে ফেরারী হয়।
বোধের জগতে জীবন্ত কঙ্কালগুলো প্রতিবাদী হলে
সাম্যবাদী চেতনার বিশুদ্ধ আগুন ছুঁয়ে যায়
প্রজাপতির ডানার মতো রঙ্গীন স্রোতের ঢেউ।
মহাকালের অন্ধকারে মানুষের মতো ইতর প্রানীর ডাকে
আমাকেও যদি কোনদিন যেতে হয় লাশকাটা ঘরে
তোমার রক্ত ছুঁয়ে শপথ নিতে আমি নির্ভয়ে যাবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।