আমাদের কথা খুঁজে নিন

   

দেশ ছাড়ার কাহিনী



গতকাল আমার ফ্লাইট ছিল মালয়েশিয়া আসার। 15 দিন বাংলাদেশে ছিলাম অনেক .......মজা করছি বন্ধুদের সাথে। মাকে বিরক্ত .........করছি আর আপুর কাছ থেকে টাকা নিছি। সবকিছুতেই ছিল মজা। 10তারিখ বিকালে মটরসাইকেল......... নিয়ে বের হলাম আরেকটা বন্ধুর সাথে।

দুইটাতে চারজন ঘুরলাম অনেকক্ষন। এবার বলি এয়ারপোর্টথেকে কেএল আসার কাহিনী। মাকে যখন বিদায় দিচ্ছিলাম তখন দেখি আম্মুর চোখে পানি। তাই তখন আম্মুকে এড়িয়ে আপুর সাথে কথা বলে চলে আসলাম। পরে প্লেনে উঠার পর আম্মুর জন্য খারাপ লাগল এমনকি চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেল।

তারপর অনেকক্ষন পর মনটা ঠিক হল। ঘন্টা দেড়েক পর মানিব্যাগ থেকে টাকা বের করলাম আর তা দিয়ে 2কাটর্ুন মালবোরো সিগারেট কিনলাম। (রিনয় কেউ যেন না জানে বাসার)। তারপর এমপিথ্রি টা বের করে গান শুনা শুরু করলাম। পাশে বসছিল একজন ভদ্রলোক।

উনার সাথে কথা বললাম ভালই লাগল। তারপর কেএল এ নামলাম। রাতে কোচিন এর ফ্লাইট ধরলাম। আসলাম বাসায় আংকেল বলল কেমন ঘুরলা???বলল্লাম ভালই। আম্মুর ছবি রুমে ঢুকেই দেখলাম তারপর দিলাম ঘুম।

ভালই হল জার্নিটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।