আমাদের কথা খুঁজে নিন

   

মি: হাইড

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



প্রতিটা মানুষের ভিতর ভাল আর খারাপ এই দুটি সত্ত্বার বসবাস। চচর্ার মাধ্যমে কেউ খারাপ সত্ত্বাটির বিকাশ ঘটায় কেউ ঘটায় ভাল সত্ত্বাটির বিকাশ। ড: জেকিল আর মি: হাইডের গল্পটি দুলাইনে প্রকাশ করতে বলা হলে এভাবেই বলব আমি। খারাপ সত্ত্বাটি কিন্তু ভেতরেই থাকে। অপেক্ষা করে সুযোগের।

তচনচ করে দেয় পৃথিবী সঠিক সুযোগ পেলে। একই সুর পাই আমরা এক্স মেন ত্রি তে জীনের চরিত্রে। তেমনি সাম্প্রতিকতম বিশ্বকাপ ফাইনালে জিদানের ব্যাবহারে দেখা যায় তার মি: হাইডের বহি:প্রকাশ। আমার ক্ষেত্রে দেখেছি চুল বড় রাখলে আমার মি: হাইড বেরিয়ে আসে। ক্রমাগত হিংস্র থেকে হিংস্রতর হয়ে যেতে থাকি আমি।

পুরো দুনিয়াকে হেলায় সরিয়ে দিতে পারি। উড়িয়ে দিতে পারি সবকিছু ফুৎকারে। চুল বাড়ে আর সেই দৈত্য বড় হয়, আরো বড় হয় - বেরিয়ে আসতেই থাকে ... আপনার মি: হাইড বের হয় কখন, কিভাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।