হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
-[ আমার 100তম পোষ্ট। লিখলাম আমার বাবা'কে নিয়ে। আজ বাবা'র 1ম মৃতু্য বাষির্কী আপনাদের কাছে বাবা'র জন্য দোয়া প্রার্থনা করছি।
]-
এই তো মাস খানেক আগেও আমি ছিলাম শহরের সুখী মানুষদের মধ্যে একজন। আর আজ আমি এক ফোটা শান্তির জন্য এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছি। প্রচন্ড ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে দেই, মনের তিক্ষন অনুভুতি গুলোকে বোথা করার ব্যার্থ চেষ্টা চালাই। মায়ের মুখের দিকে সুখি সুখি চেহারা করে তাকিয়ে নিজের দুঃখটাকে আড়াল করি। হয়তো আমার মা এর সব কিছুই বোঝে, তার নিজের দুঃখও কম নয়।
তিনিও হয়তো আমারই মত নিজের দুঃখটাকে আড়াল করে রাখে আমার কাছে।
আমাদের জীবন এরকম ছিল না। মা-বাবা-বোন আর আমি এই ছিল আমাদের সুখের সংসার। আমাদের সকলের জীবন থেকে বাবা চলে যাওয়ার পর আমরা আর কিছুনয় পরিবারের একান্ত প্রিয় একজন মানুষকে হারানোর বেদনায় ডুবে গেছি। আজ আমি শান্তির সন্ধানে রের হয়েছি।
শান্তি খুজে পেয়েছি শুধু মায়ের কোমল মুখের দিকে তাকিয়ে আর প্রিয় বাবার কবরের পাশে দাড়িয়ে নিরবে চোখের জল ফেলে।
[বিঃদ্রঃ- আমার একান্ত ব্যাক্তিগত দুঃখ বেদনার কিছু অংশ লেখার ব্যর্থ চেষ্টা করলাম মাত্র। ব্যাক্তিগত দুঃখ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য একান্ত ভাবে দুঃখিত]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।