আমাদের কথা খুঁজে নিন

   

আমি কেন গন্ডার?

আমি গন্ডার

আমি বাংলাদেশের নাগরিক। সুনাগরিক কিনা জানি না, তথাকথিত সুনাগরিক বা সুশীল সমাজের বিশিষ্ট কেউ হতেও চাই না। আমার আশপাশের পরিবেশ আমাকে গন্ডার হতে বাধ্য করেছে। যখন দেখি দেশটা চোর-ডাকাতের দখলে, তখন অন্য সব নাগরিকের মত আমিও হয়ে যাই গন্ডার। যখন দেখি কাবুলিওয়ালারা দেশের অর্থণীতিকে নিয়ন্ত্রণ করছে, তখন আমিও গন্ডারের মতই কিছুই বুঝতে চেষ্টা করি না। ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় এখন আর নাক বন্ধ করতে হয় না। রাস্তায় বের হলে আর কানে হাত দিতে হয় না বা সন্ধ্যার পরে ডেটিং স্পটগুলোতে গেলে আর চোখ বন্ধ করতে হয় না। কারণ এখন আর এসব কিছুই টের পাই না, আমি যে গন্ডার। প্রিয় ব্লগ ও দেশবাসী, আসুন সবাই গন্ডার হয়েই বাকিটা জীবন কাটিয়ে দেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।