বাংলাদেশে রেকর্ড সংখ্যক পণ্যদ্রব্যের মূল্য স্ফীতি হয়েছে। কোনো নির্দিষ্ট পণ্যের মূল্য স্ফীতি নয়, সব পণ্যেরই মূল্যস্ফীতি এ যাবৎ কালের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় কালো টাকা সাদা করুয়া সরকারের যখন তথইবৈচ অবস্থা তখন শেখ হাসিনা ভারত গমন করিলেন। একটা অখ্যাত প্রতিষ্ঠান কতর্ৃক 'মাদার তেরেসা' পদক প্রাপ্তির নাম ভাঙ্গিয়ে তিনি সকল স্তরের নেতা-খেতাদের সহিত তার সুন্দর পুরুষালি মুখখানি দেখিয়ে এলেন। আর তার সেই মুখখানির বদৌলতে কিনা ভারত বাংলাদেশে ডাল-চিনি-ডিম-গরুর রপ্তানি বন্ধ করে দিয়েছে। হাহাকার তো করছিই মূল্যস্ফীতির বাজারে কিন্তু বুকটায় কত কথা জমে আছে যা বলাও যাচ্ছে না, সয়াও যাচ্ছে না। আচ্ছা তিনি কি কর্ম করেছেন যে তাকে মাদার তেরাসা পদক দেয়া হলো? দেশের নামে দুর্নাম রটুয়া সহিংস রাজনীতির জননী কি সত্যিই দেশ প্রেমিকের মেয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।