আমাদের কথা খুঁজে নিন

   

সুর ও গানের মূর্ছনায়

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

আবিদা পারভীন আমাদের সময়ের অন্যতম মেধাবী ক্লাসিকাল শিল্পী। আপনাদের হিন্দী বা উদর্ু জ্ঞান কেমন আমার জানা নেই, আমার নিজের বিশেষ সুবিধার না। তারপরেও আপনাদের একটা গান শুনাতে চাই। গজল টাইপ। সারাদিন শুনছি।

মাদকতা মেশানো। আবিদা পারভীনের। নিচের লিংকটিতে গিয়ে প্রথম ট্র্যাকটি সিলেক্ট করে প্লে সিলেক্টেড সং এ ক্লিক করলে গানটি চলবে। ইন্টারনেট কানেকশন ধীর গতির হলে একটু সময় নিতে পারে। আর ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে।

প্রথমবারে একটা অপশন আসতে পারে, সেটাতে মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে দিতে হবে। আপনারা অর্থটা ধরতে পারলে এটা নিয়ে একটা পোস্ট দিলে খুব খুশি হতাম। আমি অর্থ ধরতে না পারলেও কেবল সুরের মূর্ছনাতেই আক্রান্ত হয়ে আছি। আবিদার গলায় যাদু আছে। Click This Link


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।