আমাদের কথা খুঁজে নিন

   

=== পথে পথে বর্তমান

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

দিনের শরীরে এখন কাঁপানো জ্বর প্রহরগুলো ভিজেছিল সারারাত, জোৎস্নার ঝড় ভেঙ্গে নিল শেষ প্রহরের ডানা এবং বিষণ্ন-অপূর্ণ একখণ্ড রূপালী চাঁদ জীবনের প্রতিচচ্ছবি একান্তই নিজস্ব বিম্বে। চৈতালী হাওয়ায় নামে না বসন্ত পৃথিবীর আহত এ অঞ্চলে এখানে একটু হাসির বিনিময়ে অনেক অনেক কাঁদতে হয়। বহমান খরস্রোতার কোথাও বাঁধ নেই সাঁকোগুলো কিংবদন্তী পাহাড়ী ঢলে অশ্রুগুলো তেমন চেনা যায় না নোনা আর মিঠার ধর্ম দৃষ্টি কি বুঝে? দু'দণ্ড হাসি আর এক মুহূর্ত ভালবাসা দু'মুঠো ভাত আর এক পশলা পানি দু'প্রহর ছায়া আর একখানি লজ্জানিবারণ দু'টো শান্তিময় জীবন আর একজন প্রভূ এই তো ছিল বুভুক্ষ পথচারীর দু'চোখ দু'চোখ থেকে স্বপ্ন স্বপ্ন থেকে সাধনা তারপর এই বর্তমান। 03.07.2006 মদীনা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।