আমাদের কথা খুঁজে নিন

   

সময় কারো জন্যে কখনোই দাঁড়ায় না

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

- যদি একটি বছরের মুল্য পুরোপুরি জানতে চাও, তাহলে একজন ছাত্রকে জিজ্ঞেস কর, যে এবছর ফেল করেছে। - একটি মাসের মুল্য জানতে চাইলে, একজন মায়ের কাছে তা জানতে চাও, যার শিশুসন্তান নির্দিষ্ট সময়ের আগেই জন্মগ্রহন করছে। - একটি সপ্তাহের মুল্য কোন সাপ্তাহীকির সম্পাদকের কাছে জানতে পার। - একটি ঘন্টার মুল্য প্রেমিক প্রেমিকার কাছে জানতে পারো, যারা পরস্পরকে দেখতে চায়। - একটি মিনিটের মুল্য জানতে চাইলে, এমন একজন যাত্রীকে জিজ্ঞেস করে জানকে পারো, যে বাস, ট্রেন বা বিমানবন্দরে সময়মতো পেঁৗছাতে পারে নি। - যে একটি যানবাহন দুর্ঘটনায় পড়েও রক্ষা পেয়েছে, তাকে প্রশ্ন করে একটি সেকেন্ডের মুল্য জানতে পার। - একটি মিলিসেকেন্ডের মুল্য একজন ক্রীড়াবিদের কাছে জানতে পার, যে অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছে। সময় কারো জন্য অপেক্ষা করে না। তোমার জন্যে নির্ধারিত প্রতিটি মুহুর্তকে অনুভব করার চেষ্টা কর, কারন এর মুল্য অপরিসীম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।