জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
দিন এলো সময়ের নতুন জামা নিয়ে
শিকলের গ্রন্থি ছেঁড়ার দিন
সকল বিষণ্নতাকে জমা কর প্রিয়তমা
ছুঁড়ে আসবো আজ কালের আবর্জনার স্তুপে।
স্বপ্নের দিনগুলো গুছিয়ে নাও নতুন করে
তক্তার উপরে, বাঙ্-সিন্দুকে, বিছানার তলে
পাটির পঁ্যাচে, অাঁচলের খোঁটে, লুকানো বেণীতে
তোমার অপূর্ণ আকাংখার টুকিটাকি জমিয়ে নাও।
ওই দেখ, আমাদের রাত্রি-জীবনের অাঁধারে
ঊষার মুচকি হাসি, আদর্শের ঝিলিক, চমকিত
ভোরের গানটি ধর না তোমার পবিত্র কণ্ঠে
এসো, জীবনকে ভাবি মহামূল্যবান পাওয়া।
তুমি তো জান, জানি আমিও যুগে যুগে
রক্ত-পিচ্ছিলতায় আমাদের আগমন ও গমন
বাঁকা চোখের, বাঁকা ঠোঁটের নিক্ষিপ্ত বিষগুলো
মুছে ফেল তোমার মায়াবী ঐতিহ্য-অাঁচলে।
বিচলিত হয়ো না প্রেয়সী, তুমি দেখে নিও
আমাদের প্রতিটি বাক্য-মিলনে জন্ম নিবে
ইতিহাসের এক একটি কলম, আদর্শের শহীদ
চিরঞ্জীবের পূর্বসূরী হবে আমাদের পবিত্র প্রেম।
02.07.2006
মদীনা, সৌদি আরব
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।