আমাদের কথা খুঁজে নিন

   

হে বন্ধু তোমায় স্বাগত জানায় ....

আমি তোমাদের গান গাই আমরা বাঙালি জাতি ছোট ও গরিব দেশ হিসেবে আমরা বরাবরই প্বার্শবর্তী দেশ ও উন্নত দেশগুলার কাছে লাঞ্চনা,বঞ্চনা,অবহেলা,অপমান আর নির্যাতনের শিকার হয়েছি । সেই ব্রিটিশ থেকে পাক হানাদের হামলার শিকার হয়েছি । মুখের ভাষার জন্য প্রাণ একমাত্র আমরা বাঙালিরাই এই পৃথিবীতে দিয়েছি । এখন প্রতিনিয়ত হামলা আর লাঞ্চনার শিকার হয়েছি ভারতের । সীমান্তে বসবাস রত মানুষগুলাকে দিতে হচ্ছে অকারণে প্রাণ,কাটা তারে ঝুলতে দেখে গেছে অনেক বাঙালির লাশ ।

তবু ক্ষান্ত হয়নি ভারত,সীমান্তে বাধ বেধে মরুভূমির দেশ বানানোর পায়তারা করছে । এরপর অপমান পেতে হয়েছে আমাদের বিপিএল নিয়ে । ছুট মানের খেলা বলে আখ্যায়িত করে এবং কোন খেলোয়ার দিবেনা বলে অপমান করে । বিপিএল হোক এটা চায়না তারা । প্রথম বিপিএল পাকিস্তানি খেলোয়ারদের নিয়ে আয়োজন হলেও এবছর তারা ঠিক এলিভেনত আওয়ারে কোনো খেলোয়ার দিবেনা জানিয়ে দেয় ।

ক্রিকেট অনুরাগী ও আয়োজকদের চেহারায় দেখা যায় হতাশার কালো ছাপ । সিদ্ধান্ত হয় অবশেষে পাকিস্তানি খেলোয়ার ছাড়াই মাঠে গড়াবে বিপিএল । অবশেষে বন্ধু হয়ে শেষ সময়ে হাত বাড়াল শ্রীলংকা তার সাথে হাত মিলালো আফগানিস্থান । বল মাঠে গড়ানোর কয়েক ঘন্টা আগে জানায় শ্রীলংকান ক্রিকেট বোর্ড । অথচ আমরা ভারত পাকিস্তানিদের নিয়ে কতইনা চিত্কার করি ।

সাপোর্ট করি এই দুই বেইমান দেশের,যারা সবসময় আমাদের অপমান আর নির্যাতন করে । তাই আসুন একমত হয়ে ওই চির শত্রুদের ভুলে বন্ধুকে স্বাগত বলি । যারা বাচিয়েছে আমাদের মান সন্মান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।