আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমাসু-2 : . . . রঙিন মায়াবী মোমের আলো ও সম্মোহনের পৃথিবী

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

প্রিয়তমা আমার। তোমার কোন ব্যাপারটা আমাকে সবচেয়ে আকৃষ্ট করে জানো? সেটা হলো তোমার কল্পনাশক্তি। এতো সুন্দর তোমার চিন্তাচেতনা যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এই যেমন সেদিন তুমি হঠাৎ বলেছিলে, শোন, বিয়ের পর আমরা স্পেশাল দিনগুলো একটু অন্যভাবে পালন করবো।

আমি জানতে চাইলাম, কি রকম? তুমি বললে, এই ধরো আমাদের বিবাহ বার্ষিকীর দিন। সেদিন আমরা সারা ঘরে কোন আলো জ্বালাবো না। আমাদের ঘর জুড়ে থাকবে লাল, নীল, সাদা, হলুদ হরেক রঙের মোমের আলো। সেই আলোতে আমাদের মন ও বর্ণিল হয়ে উঠবে। আমরা কোন কথা বলবো না।

শুধু দুজন দুজনের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবো আর অনুভব করবো পরষ্পরের মায়াবী দু'চোখের উষ্ণতা। আমি হেসে প্রশ্ন করলাম, যখন মোমের আলো নিভে যাবে তখন? তখন আমরা কি করবো? তখন তো আর আমি তোমায় দেখতে পারবো না। একটু ও অপ্রস্তুত না হয়ে তুমি লাজুক হেসে বললে, তখন....আমরা হয়ে যাবো আদিম নর-নারী। আমি তখন প্রিয় হেলাল হাফিজ থেকে বলেছিলাম- আচ্ছা- "থাকবো ব্যাকুল শর্তবিহীন নত, পরষ্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত। " আজ সকালে পত্রিকায় চোখ বুলাতে বুলাতে এক জায়গায় এস থমকে গেলাম।

খুব মনোযোগ দিয়ে পড়লাম। 'মোমবাতি তৈরিতে এখন মারাত্মক ক্ষতিকর স্টিয়ারিক এসিড ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এ ধরনের মোমের আলোয় প্রতিদিন টানা 1 ঘন্টার বেশি কাজ করলে ক্যান্সারসহ মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে........। ' (সূত্র : প্রথম আলো, 29-6-2006 ইং)। হায় আমার দেশ! বিদু্যতের জন্য কনসাটে মানুষ মরে।

আমরা বিদু্যত চাইনি। চেয়েছিলাম মোমের আলো, রঙিন আলো যে আলোয় আমাদের মনগুলো রঙিন হয়ে ওঠে। কিন্তু তাও আজ দুরাশায় পর্যবসিত। প্রিয়তমা আমার, তুমি যখন জানবে, তোমার স্বপ্নের মোমেবাতিগুলো আজ বিষাক্ততায় ভরা। শুধু সময়ের সাথে মোম পুড়ছে না পুড়ছে অনেকগুলি জীবন, অনেক আশা তখন তুমি কি খুব আহত হবে? না প্রিয়তমা, আমরা আহত হবো না।

আমরা তো জন্ম থেকেই আমাদের স্বপ্নগুলোর করুন মৃতু্য দেখে অভ্যস্ত। তবে কেন আর কষ্ট পাবো? এসো আমরা এবার মে ামের আলো না জ্বেলে মনের আলোয় দেশটাকে আলোকিত করার প্রয়াসে মাঠে নামি। আপনারা ও কি আসবেন? আসতে চাইলে স্বাগতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।