আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]তৃতীয় কিস্তি - বেটন রিলে ও স্বাধিন বাংলাদেশ [/গাঢ়]

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

1. Baton relay বা লাঠি দৌড় একধরনের দৌড় প্রতিযোগিতা যেখানে দলের এক সদস্য দৌড়ে অপর সদস্যকে লাঠি বা Baton পাস করে। যে কোন জাতির অগ্রযাত্রাও এই বেটন রিলে দেীড়ের মত, যেখানে এক এক জেনারেশন লাঠিটি তাদের পরবর্তি জেরারেশন কে হস্তান্তর করে। দলকে জেতানোর জন্য প্রতি সদস্যকে যেমন তার নিজ নিজ দৌড়ে সফল হতে হয়, তেমনি জাতির প্রত্যেক জেনারেশনকে ঐ জেনারেশনের সময়ের দাবি অনুযায়ি দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হয়। 2. দ্্বিতীয় বিশ্বযুদ্ধে 8 মে, 1945 সালে জার্মানরা আত্মসমর্পন করার সময় জার্মানি ছিল পুরোপুরি বিদ্ধস্তএকটি দেশ। দেশের প্রায় 90% ছিল শুধু ধ্বংস স্তুপ।

কলোনের মত কিছু কিছু শহর তো একদমই নিশ্চিহ্ন হয়েছিল। আর দেশের জনসংখ্যার প্রায় সবাই ছিল নারী, শিশু ও বৃদ্ধ। পুরুষরা হয়তো মৃত নতোবা ধৃত। পুরো জাতির সামনে শুধু হতাশা ও অন্ধকার। এরই মাঝে হঠাৎ একদিন স্বপ্নে দেখা শুরু হল।

'আমরা কি সেই মহান জার্মান জাতি নই? তাহলে আমরা কেন হতাশ হব? নিশ্চয় আমাদের পুনরুত্থান সম্ভব। । ' সেই অবাল বৃদ্ধ বনিতারাই এই স্বপ্ন ছড়িয়ে দিতে লাগল তাদের চারিপাশে। একে একে পুরো জাতির মাঝে ছাড়িয়ে পড়ল সেই স্বপ্ন। হতাশার প্রাচীর খান খান করে ভেঙ্গে গেল।

নতুন দিনের মিছিলে বেড়িয়ে পড়ল সবাই। এই স্বপ্ন দেখা, ছুটে চলা সোনালী আগামীর পানে - এ সবই ছিল ব্যাক্তি উদ্যোগে। কেউ অপেক্ষা করেনি কবে আসবে সেই রাজপুত্র - কবে তাদেরকে হাত ধরে পেঁৗছে দেবে সমৃদ্ধির শিখরে। কথিত আছে, তারা কোন কিছু পুণর্গঠন করে ওখানে লিখে দিতো -

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।