আমাদের কথা খুঁজে নিন

   

আজকের ম্যাচে বুঝা যাবে কত ধানে কত চাল

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

ব্রাজিল বনাম ঘানা ক্যামেরুন আর সেনেগাল এর অন্যরূপ হল ঘানা । দেখি না জয় পাইতে কেম ঘামতে হয়, তখন টেকনিক ফেকনিক সব যাইব গা , হলুদ তো একটা খাইবই জানা কথা । যদি এভাবে খেলার পারফরমেনস এর দিকে ভিত্তি করে যদি তুলনা করা হয় এদের মধ্যে তাহলে বোকামি হবে , তবুও জানার জন্যে:: ঘানা: এই আফ্রিকান দেশটি 1993 থেকে 1996 পর্যন্ত উন্নতির পথে এগোয় পরে 1998 তে আগের অবস্থান এ ফিরে যায়, বলতে গেলে যা কে বোঝায় অবনতি । বলতে গেলে 1996 ছিল ঘানার সর্্বণ যুগ এ পর্যন্তএর হিসাব তাই বলে । 1998 পর থেকে এদেরকে অনেক কষ্ট করতে হয় উপরে উঠতে কিন্তু 2004 এ এসে তারা আরও নিম্ন তর অবস্থান এ আসে কিন্তু বর্তমান কোচের সংস্পর্শে এসে তারা আবার হারানো খেলার ঐতিহ্যে ফিরে যেতে শুরু করেছে। যদিও তারা 1996 সালের রূপে ফিরে যেতে পারবে কিনা, তা নিয়ে দ্্বিধার অন্ত নেই । তবু আশা করি যদি এই ম্যাচে ব্রাজিলকে কাবু করতে পারে তাহলে না হয় আরেকটা স্বপ্ন রচিত হবে ওদের মনে । আর ব্রাজিল : একে নিয়ে নতুন কিছুই নেই ।1993-94 আর 2002 এ একটু খারাপ ছিল এই যা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।