এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে
ওরা আছে মাগো হাজার মনের বিপ্লবী চেতনাতে । ।
ওরা গিয়েছিল রাতের আঁধারে সূর্য্য আনার জন্য
সারা দেশ জুড়ে রক্ত পদ্ম ফোটালো যে অনন্য
দেখেছে সে ফুল হাজার মানুষ বাংলার পথে পথে
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ।
ওরা এঁকে গেছে সবুজমাটিতে সজীব প্রানের স্বপ্ন
দলে দলে ফুটে সে ফুল এ বার বিলায় মধুর গন্ধ
দু:খকরোনা মাগো আমার চেয়ে দেখো রাঁঙ্গা প্রাতে
ভেবোনা গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ।
[স্বাধীন বাংলা বেতার কেনদ্্রের এই গানটা স্মৃতি থেকে কুড়িয়ে নেয়া, আম্মা আপনাকে মনে করে।
26।06।06 ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।