আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দূর্ঘটনা

রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...

সারাদিন বা পুরো সপ্তাহের ব্যস্ততার পর আজকাল অনেকেই আশুলিয়া বা মিরপুর বেড়ীবাঁধ এলাকায় বেড়াতে আসেন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন নিয়ে। অনেকে রিকশায় বন্ধু বা ভালোলাগার মানুষটিকে নিয়ে ঘুরে বেড়ান, অনেক গাড়ি পার্ক করে হেটে বেড়ান এই মনোরম স্থানটিতে। কয়েক বছর আগেও এই স্থানটির কথা অনেকেই জানতেন না, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাওয়ার সুবাদে এখানে এখন অনেক মানুষ আসছেন। এই স্থানটিতে আপনি কিছুক্ষণ অবস্থান করলেই দেখতে পাবেন, অনেকে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে খুব দ্রুত আপনার পাশ দিয়ে বেপরোয়াভাবে ছুটে যাচ্ছে, যারা গাড়ি বা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের বেশীরভাগই উঠতি বয়সের ছেলে-মেয়ে। ট্রাফিক ব্যবস্থার কারণে ঢাকার প্রাণকেন্দ্রে তাদের গাড়ি চালানো সম্ভব না হলেও অনেকেই এখানে এসে গাড়ি চালানো শেখেন, বা যারা অল্প জানেন তারা এখানে এসে গাড়ি চালান। তাদের একটু অসাবধানাতার কারনেই ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তাই আপনারা যারা এখানে যান বা যাবেন তাদের জন্যে আমার ছোট্ট একটা পরামর্শ থাকছে। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব রাস্তায় হাঁটার ব্যাপারটা এড়িয়ে চলতে, আর হাঁটলেও সব-সবসময় আপনার আশে-পাশে খেয়াল রাখুন। বিঃদ্রঃ উপরের ছবিটি মিরপুর বেড়ীবাঁধ এলাকা থেকে তোলা, সৌভাগ্যক্রমে এই সড়ক দূর্ঘটনাটির সময় আমি সেখানে উপস্থিত ছিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।