আমাদের কথা খুঁজে নিন

   

ফির হেরা ফেরি

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

নিরাজ ভোরার পেট ফাটানো কমেডি ফির হেরা ফেরি। অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, বিপাশা বসু, রিমি সেন। ঝাক্কাস গল্প। রাজু, ঘনশ্যাম আর বাবুরাও আপটে থাকে একসঙ্গে।

এদের তিনজনের একসঙ্গে থাকাটাই একটা কমেডি। কারণ তিনটি চরিত্রই তিনটি ভিন্ন ভিন্ন সিনেমা থেকে এসেছে। ফির হেরা ফেরিতে একে একে ঠগবাজ, ভাই লোগ, মাস্তান, মুক্তিপণ আদায়কারী, হেরোইন পাচারকারীদের সঙ্গে এই বোকা তিন লোক কীভাবে জয় পেল তা দেখে না হেসে উপায় থাকে না। আমার মনে পড়লো বেবিজ ডে আউটের কথা। মেকিংয়ে বেবিজ ডে আউটের প্রভাব আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।