আমাদের কথা খুঁজে নিন

   

এক যুদ্ধাপরাধীর বিচার:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

(ছবিটি বিবিসি'র সৌজন্যে) নৃশংস এই যুদ্ধাপরাধী বিচারের কাঠগড়া থেকে নিস্কৃতি পেল না। লাইবেরিয়ার প্রাক্তন রাস্ট্রপতি চার্লস টেইলরকে সিয়েরা লিয়নে নৃশংস গণহত্যার অভিযোগে বিচারের জন্য আজকে নেদারল্যান্ডের হেগে নিয়ে আসা হয়েছে। 2003 সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বের হওয়ার তিন বছরের মাথায় তাকে ধরা হলো। গণহত্যা ও মানবতার বিরুদ্ধে তার অপকর্মের জন্য সারা বিশ্বে তার নাম ছিল তিন নম্বরে। পালিয়েও পার পায়নি।

বিচারের দাবী নীরবে অনুসরন করে নিরাপদ আশ্রয় থেকে খুঁজে বের করেছে তাকে। লক্ষ লক্ষ সিয়েরা লিয়নবাসীর হত্যায় টেইলর দিয়েছিল অস্ত্র ও ঘাতক বাহিনী আর ইউ এফকে সহযোগিতা। হীরার অবৈধ পাচার করে অর্থ সংগ্রহ করেছিল। না, শেষ রক্ষা পাবে না চার্লস টেইলর। আরও জানতে হলে: http://tinyurl.com/ehtyk সময় বড়োই নির্মম।

বিচারের বাণী সবসময় সরব হয় না সত্য। কিন্তু নীরবে ও নিষ্ঠুরভাবে অপরাধীকে অনুসরণ করে। বিচার হয়নি বলে যারা এদেশে দর্প করে, তাদের সময় এখনও ফুরিয়ে যায়নি। ধর্মের মুখোশে আর রাজনীতির কূটকৌশলে সাময়িক বিস্তৃতি ও স্বীকৃতি তাদের চূড়ান্ত পরিণতি থেকে রেহাই দিবে না। চার্লস টেইলরের নিয়তি এদেশের অনেক জনদরদী যুদ্ধাপরাধীর জন্য নির্ধারিত হয়ে আছে।

অহমিকার কুয়াশা কিভাবে ঢাকবে চেতনার সূর্যকে? যুদ্ধাপরাধীদের নিয়ে আড্ডার আগের লেখাটি পড়তে চাইলে: http://tinyurl.com/f778c

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।