আমাদের কথা খুঁজে নিন

   

@ তোমার আলোয়

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

সময়ের কোন এক ভগ্নাংশে একদা সাক্ষাত ছিল আমাদের দু'জনার তারপর, কালের পেঁচানো সিঁড়ি বেয়ে উঠে এসেছিলাম- বন্ধুত্বের উঠোনে দেখেছিলাম আরো কিছু মুখ তোমার আলোয়। তুষার ঢাকা বরফ-দিনে শুনেছিলাম গ্রীষ্মের গল্প, শরতের কাব্য এবং হেমন্তের গান। কখনো আকাশের দু'চোখ বেয়ে নেমেছিল বর্ষা-বন্যা এক নিঃসঙ্গ সন্ধ্যা দেখেছিলাম তোমার আলোয়। বসন্ত-প্রভাত ফিরে আসবে এখানে প্রদীপ জ্বেলে প্রতীক্ষমান সবক'টি প্রাণ জীবনের সমীকরণে কাগজ ফুঁড়ে উঠে এল ব্যবধান। বেমানান যোগফল! কিছু অশ্রুকে গড়িয়ে যেতে দেখলাম তোমার আলোয়। বছরের সবুজ দুর্বা মাড়িয়ে আমরা এখন বয়সের চৌকাঠে দাঁড়িয়ে; বন্ধুত্বের নীড়ে। আমার ভালবাসার হিমবাহে জমে উঠেছ তুমি হায়! এ বুকে যে আছে শুধু একখণ্ড পবিত্র ভালবাসা(প্রেম নয়) ভেঙ্গে দাও! নয়ত উষ্ণ রাখ চিরদিন তোমার আলোয়। 17-08-2005 মদীনা মুনওয়ারাহ্, সৌদী আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।