আমাদের কথা খুঁজে নিন

   

I'm Back - Hasan

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

পাঁচদিনের মাথায় ফিরে এলাম। জানতাম বেশিদিন দূরে থাকতে পারবো না, কিন্তু এত অল্প দিন হবে তা বুঝতে পারিনি। হেরোইনের নেশায় নাকি খিচুনী উঠে আর আমার তো এ কয়দিন হেচকি উঠছে, সব সময় মনে হইতো কে জানি আমারে ডাকতেছে? হাহাহাহা... আমার রুমমেট তো বলে আমার লেখায় নাকি কমেন্টস পড়ছিল না, তাই ভাব ধরার জন্য বিদায় বিদায় নাটক করছি। কি জানি? সত্যিই হলেও হতে পারে।

এসেই অনেকক্ষন অন্যদের লেখাগুলো পড়লাম, নিজের গত পোষ্টের মন্তব্যও দেখলাম। ভাইরে অনেক মন্তব্য পাইছি, সবার ভালবাসার কাছে খুব গর্ব বোধ করছি। যারা যারা মন্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা যারা মনে মনে কইছেন - "যা ব্যাটা দূর হ, এতো নাটক করিস ক্যান?" তাদেরকেও ধন্যবাদ। আমার জ্ঞানের ভান্ডার খুব সীমিত, তাই বড় বড় কথা বলতেও পারি না আর বড় বড় জ্ঞানীদের সাথে লড়তেও যাই না। কিন্তু অহেতুক কাদাঁ ছোড়াছুড়ি ভালও লাগে না।

তাই অনেকের কাছে শুনলাম আবহাওয়া নাকি আজকাল ভাল যাচ্ছে তাই ফিরে এলাম। সারিয়ার কাছে শুনলাম প্রাপ্তির জন্য অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত প্রাতঃরাশ খুবই সফল হয়েছে। যারা সামনে ও পেছনে থেকে ওই অনুষ্ঠানটা সফল করেছেন, সবাইকে ধন্যবাদ। আরেকজন ব্লগার আতাউরের আকুল আবেদন চোখে পড়ল। তার আর্তির প্রতু্যত্তরে তেমন একটা সাড়া দেখলাম না, আমরা কি প্রাপ্তির মতো ওনার জন্যও কিছু করতে পারি না? চারিদিকে বিশ্বকাপের ভাইরাস উড়ে বেড়াচ্ছে।

ব্লগিং এর পাতাও রেহাই পায়নি। আমি এখনও খেলা নিয়ে কিছু লিখি নাই, হয়তো লিখবো। বেশ আগে থেকেই ব্রাজিলের সার্পোটার কিন্তু গত দুই খেলা দেখে যারপরনাই হতাশ। অন্যদিকে আর্জেন্টিনার খেলা খুব ভাল লাগলো। আর বিলেতের মাটিতে ইংল্যান্ডের সমর্থকদের কথা নাই বা বললাম।

ইংল্যান্ডের সিল দেয়া টি শার্ট পড়তে চাই না, অথচ তাই দিয়েই বাজার সয়লাব। আমার তো নাঙ্গা থাকার উপক্রম!!! অনেক কথা জমে গেছে এই পাঁচদিনে। ধীরে ধীরে সব হবে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।