আমাদের কথা খুঁজে নিন

   

কবি পুরন্দর ভাটের গান

প্রতিক্রিয়ার দায়িত্ব আমার নহে!

কবি পুরন্দর ভাট অধিক কবিতানুরাগী ছিলেন । গানমাত্র কয়েকটি লিখছিলেন । এইটা তাঁর দুই নম্বর গান । হব না ননদ হব না জায়া - কবি পুরন্দর ভাট হব না ননদ, হব না জায়া হব সরকারি হোমের আয়া সুপারের সনে যাব কচুবনে রচিতে নধর মিলনমায়া না রবে পিত্তি, না রবে হায়া হয় এসপার নয় ওসপার দেখিবে জগৎ যুগলছায়া হব না ননদ, হব না জায়া --

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।