ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
এই বুকে জগত সংসার।
মেঘের আশিস ধোয়া ঊর্বশী জমিন চষে
এই বুকে ফলে তরতাজা সোনা।
উরুর নিভাঁজ ভেঙে পাতকের সন্ত্রাসী ঔরসে
এই বুকে জন্ম নেয় কৃতঘন মীরজাফর
একজন তীতুমীরের দু'চোখে খেয়ে
এই বুকে উলঙ্গ বিচ্ছিন্ন নাচে ভিনদেশী শৃগাল।
পশ্চিমের দিক-ভাল থেকে উড়ে আসে কালো মেঘ
উন্মত্ত কাল-বৈশাখী সাধের বাংলো ভেঙে নিয়ে যায়
শোষকের পীড়িত সর্বস্ব সয়ে এই বুকে জন্ম নেয় তরতাজা প্রাণ
ত্রিশ লক্ষ দেহের নিংড়ে পূবের আকাশে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সুরুয।
কিশোরী লতার দেহের শেকলে বাঁধা
এই বুকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে ফলবান গাছ
সর্পিল আক্রোশে এখানেই বয়ে যায় কীর্তিনাশা স্রোত।
দরদী মায়ের মতো এই বুক নিশ্চুপ-নিঝুম
আবার অত্যাচারীদের সলিল সমাধির জন্য
এ বুকেই ওঠে হঠাৎ জোয়ার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।