জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
পৃথিবীর দুই প্রান্তে যখন শূন্যতা
বিরাজ করছিলো অজানায়, অদৃশ্যে
ভেবেছিলাম হয়তো আমরা আমাদের হবো
প্রহরগুলো চৌকস দেখে প্রারম্ভিকতা।
অন্ধকারের নেকাব তুলে হাসলো প্রভাত যখন
কান্নার গুমরে উঠা ধ্বনি শুনতে পেলাম, হাসি-কান্নার
মাঝখানে দাঁড়িয়ে গেল অনেকগুলো দেয়াল, আদর্শ-
গন্তব্য, সময়-সমাজ, যোগ্যতা-ব্যক্তিত্ব আড়াল তখন।
কাব্যিক ভাষা, ভাব হৃদয়ে অসহ্য এখন
বারে বারে হোচট খাওয়া মন আজ কেবলি
প্রাবন্ধিক হতে চায়, নিরেট বিশ্লেষণে
বলতে চায়, শুধু জানতে চায় তুমি কতটা আপন।
হৃদয় থেকে হৃদয়ে বন্ধু মোরা চিরদিন
জানা-অজানায় চেয়েছি তোমায় সীমাহীন
জানিনা কি দিতে হয় দু'জনায়, সময়ের বিনিময়!
তবু, দিও না শোধিতে কভূ এইটুকু চিরঋণ।
15.11.2004-13.02.2005
মদীনা মুনওয়ারা, সৌদী আরব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।