ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে
... আমি যেই দিকেতে চাই
দেখে অবাক বনে যাই
তার অর্থ কোনো খুঁজে নাহি পাই রে
ভাইরে
কতই রঙ্গ দেখি দুনিয়ায় ...
দ্যাখো বুদ্ধিমানে রইলো চুপিসারে
হাবলা হনু ব্লগের মাথায় চড়ে
আবার
ফাটিয়ে কলম চালায় যে তার
খিস্তি জোটে দুইবেলা তার
হাবলা হনুর বানর সেনা
খাচ্ছে দ্যাখো খাঁড় রে
ভাঁড় রে
কতই আবাল দেখি দুনিয়ার ...
দ্যাখো
পোঙটা পাকা ধিনতা ধিনা নাচে
নাচ থামিয়ে লোমের উকুন বাছে
আবার
উকুন বাছায় ব্যাঘাত হলে
দল বাধিয়ে ন্যাজটি তোলে
যুক্তি বুদ্ধি শিকেয় তুলে
চেল্লামিল্লি সার রে
ভাঁড় রে
কতই ভন্ড দেখি দুনিয়ার ...
==============
জেঠু , আশা করি আপনার গানের দুটো কলি বদলে দিলাম ব'লে আপনি রাগ করবেন না । বোঝেনই তো! চাদ্দিকে যা চলছে ! প্রণাম নেবেন । দাদুকে আমার প্রণাম ও ভালোবাসা দেবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।