"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ইট কাঠ আর সিমেন্ট রডে
এইতো আছি দারুন মুডে
মানবিকতার নেইকো বালাই
ইচ্ছেমত ছুড়ি চালাই
বিবেক করি পেঁয়াজ কুচি
নষ্টামিতে ফেরাই রুচি
কেউ কারও ধার ধারিনা
ফিরেও কারও মুখ দেখিনা
চলছে জীবন আপন তালে
হাতির মতই হেলে দুলে
মাড়িয়ে সব ভাল মন্দ
হাজার রকম দ্বিধাদ্বন্দ
কাটুক না হয় আর কিছুদিন
সব জীবন কি আর হয় রঙ্গিন
মেঘরোদের এই খেলার ছলে
দিনতো সবার যাচ্ছে চলে
ইট কাঠ আর বালু সিমেন্ট
মেশাও যত নো মোর কমেন্ট।
বনানী নিবাস:
13.06.2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।