এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে
একটি শব্দ, একবার ফিরে চাওয়া,
একটু ঝড়ো হাওয়া ,অবিশ্বাস মিশানো
তুমি আমি
কাপ চামচের টুং টাং শব্দ
হাত বাড়ালেই তুমি,
উপস্থিতি আছে, অস্তিত্ব নেই।
----------------------------
কিছু না বলা চোখ
তুমি দেখলে না।
ঘুম হীন রজনীর অস্থিরতা
তুমি বুঝলে না।
তুমি চাইলে না,বাকরূদ্ধ কনঠনালীর শব্দ শুনতে।
দাঁড়িয়ে রইলে ঠাঁয়, তবু
অনুভবের বেসঠনীতে এলে না।
ভয়, না নির্লিপ্ততা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।