আমাদের কথা খুঁজে নিন

   

- - ব্যথাতুর

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

কষ্ট এখন পুরোনো শব্দ অভিধানে বুকের ব্যবচ্ছেদ 'ব্যথাতুর' কি অজানা শৈবাল বাসা বুনেছে আমাদের দরিদ্র সুখে। বন্যায় জলোচ্ছাসে ভেসে ভেসে তীর ছুঁতে হাত বাড়ালাম মইয়ে অতন্দ্র দুঃখ-কীট খেয়ে নিল আমাদের সুখ সিঁড়ি। ও হৃদয় আমার! ও আমার সমুন্নত শির!! নিজ হাতে পিশেছি পিণ্ড মন রক্তহীন জবাই। আমি কি বেঁচে আছি? এখানে মরে যাওয়ায় কোন কল্যাণ নেই সময়ের চলন্ত চাকার আঘাতে আঘাতে নিয়ত সম্মুখের পানে থম্কে থম্কে আমাদের জীবনের গড়াগড়ি ভোর হবে আগামী কাল কাটা দাগ স্পষ্ট অনন্তকাল এবং আমি। 09.06.2006 [বর্তমান পরিস্থিতিতে আমার এই ব্যথাতুরতায় কেউ ভিন্ন স্বাদের সন্ধান করলে তার জন্য- প্রচণ্ড ব্যবস্ততায় ব্লগে লিখতে সময় পাই না(এখানকার পাওয়া না পাওয়ায় আমার অবস্থান সাধারণ-স্বাভাবিক), তদুপরি আমার শিরসম প্রিয়জনকে এমন কষ্ট দিতে বাধ্য হয়েছি, যা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। যন্ত্রণা পশমনে এ লেখাটুকু আমার বুকটা হাল্কা করার জন্য শুধু, লোকে বলে ঃ 'প্রকাশেই ব্যথা কমে'। সমবেদনা প্রত্যাশী নই, তবে দয়া করে কেউ বিদ্রূপ করবেন না যেন।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।