আমাদের কথা খুঁজে নিন

   

মগ পরিবার

আমার ব্যক্তিগত ব্লগ

1টা পাহাড়ে কয়েকটা মগ বাসা বানিয়েছে। ওরা মাচার উপর বাসা বানায়। গাছের গুরি থাক থাক করে কেঁটে বানায় ঘরের সিঁড়ি। মামী ওদের কাছে পানি চাইলেন। এক মগ বয়স্ক মহিলা আমার হাতে 1টুকরো গুর ধরিয়ে দিলেন, বুঝলাম শুধু পানি দিবেনা। মামীকে পেপে কেটে দিলো। পাশেই কিছু পেপে গাছ লাগিয়েছে ওরা। বাসা আর এর চারপাশটা এতো পরিচ্ছন্ন! একটা মরা পাতাও পরা নেই। পরে একদিন বাসায় এক খালাতো ভাইকে এই গল্প বলছিলাম, উনি শুনে বললেন, গুর এর র টা বাদ দিলে কি হয়? আমার গল্পের পুরো মজাটা দিলেন নষ্ট করে।(খাইয়ালামু)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।