আমাদের কথা খুঁজে নিন

   

চাঁন-তারা চাই না, সূর্য রে চাই ..

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

এক খাবলা মাটি হাতে লইয়া নিজের গায়ে মাখ- মাটিতে লাগাইয়া নাক; ঘ্রান নে রে ব্যাটা, নিশ্বাস ভইরা নে। মায়ের দুধের গন্ধ পাবি সেখানে। এই সবুজ জমিনে একবার- তোর বাপের লাঙ্গলের লগে গড়াগড়ি দে, এই নদীর মইধ্যে তিনখান ডুব লাগা, শুশুকেরা যেমন কইরা ডুবে। এই যে ক্ষেতের আইল, তার মইধ্যে দিয়া দৌড় লাগা একখান! আসমানে উড়তাছে ভো-কাট্টা ঘুড়ি, হ দেখি তার সমানে সমান! তারপর, মাথাখান উঁচা কইরা- আসমানের দিকে তাকা দেহি একবার! কি দ্যাহা যায়? চাঁন- তারা?? আরে বেকুব, সর্বহারা- সিনা টান কইরা দ্যাখ- চক্ষু দুইটা খুইল্যা দ্যাখ- সূর্য দেখবি খালি... টকটইক্যা লাল সূর্য ! আসমান আর জমিন একাকার কইরা- লালে আর সবুজে মাখামাখি.., আমার মায়ের আঁচলের লাহান.., আঁচলের মতন পতাকার লাহান ...। ------------------- একেবারে তাওয়া থেকে নামানো, লিখেই পাঠিয়ে দিলাম। পরে কোন এক সময় এডিট করব অবশ্যই। আপাতত এভাবেই থাকুক- আমার প্রতিবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।